সারাদেশ

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কটূক্তি, সাবেক ইউপি সদস্য আটক

ভোলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় মো. মুনছুর হেলাল ওরফে সাফু মাস্টার নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ মার্চ) তাকে আটকের পর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে শুক্রবার (১৩ মার্চ) বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

আটক মুনছুর হেলাল ওরফে সাফু মাস্টার ভোলার দৌলতথান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এবং ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

দৌলতখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান জানান, মুনছুর হেলাল ওরফে সাফু মাস্টার তার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিমূলক স্ট্যাটাস দেন।

এ কারণে বৃহস্পতিবার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের তার নিজ বাড়ি তাকে আটক করা হয়। পরে দৌলতখান উপজেলার বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই জেন্নাত আলী বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা করেন। শুক্রবার বিকেলে আটক মুনছুর হেলাল ওরফে সাফু মাস্টারকে ভোলা আদালতে পাঠানো হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button