সারাদেশ

বগুড়ার শেরপুরে সাত প্রবাসীর হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করলেন ভ্রাম্যমান আদালত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে সদ্য দেশে ফেরা সাত প্রবাসীর হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেছেন। গত কয়েক দিনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামশেদ আলাম রানা উপজেলার বিভিন্ন এলাকায় এইসব অভিযান পরিচালনা করেন।

হোম কোয়ারেনন্টাইনে থাকা ব্যক্তিরা হলেন: শেরপুর পৌর শহরের উত্তর সাহাপাড়ার বাসিন্দা ও সিংগাপুর প্রবাসী সাবিনা ইয়াসমিন, রামচন্দ্রপুর পাড়ার পর্তুগাল প্রবাসী সাব্বির হোসেন, শাহবন্দেগী ইউনিয়নের আন্দিকুমড়া গ্রামের দক্ষিণ কোরিয়া প্রবাসী সাইদ হাসান, ধড়মোকাম গ্রামের ওমান প্রবাসী ওসমান গনি, ভারত প্রবাসী শাকিল আহমেদ ও সাইফুল ইসলাম, বিশালপুর ইউনিয়নের বামিহাল গ্রামের ওমান প্রবাসী আব্দুস সালাম।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামশেদ আলাম রানা জানান, হোম কোয়ারেন্টাইনে রাখা এইসব ব্যক্তিরা সদ্য বিদেশ থেকে দেশে ফিরেছেন। এ খবর পেয়ে এসব এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদের প্রত্যেককে নির্দিষ্ট সময় পর্যন্ত হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়। এমনকি তারা যাতে আইন ভঙ্গ করতে না পারে এজন্য তাদেরকে নজরদারিতেও রাখা হবে। করোনা ভাইরাস মোকাবেলায় জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button