জাতীয়

সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবের তেলসমৃদ্ধ পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলীয় শহর নাজরান ও জাজানে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

রোববার সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

শনিবারের এই হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি উল্লেখ করে প্রতিবেদনে আরো বলা হয়েছে, এ হামলার জন্যে ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের অভিযুক্ত করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, সৌদি আরবের পূর্বাঞ্চলে ছোড়া ক্ষেপণাস্ত্র দাম্মাম শহরের ওপর ধ্বংস করে দেয়া হয়েছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা এসপিএ জানায়, দাম্মাম শহরের নানা এলাকায় ক্ষেপণাস্ত্রের শার্পনেল ছড়িয়ে পড়ে। এতে দুই শিশু আহত এবং ১৪টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়েছে, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী দেশ ও জনগণকে রক্ষায় প্রতিরক্ষা মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নেবে।

এর আগে, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানায়, সৌদি আরবের দিকে আসা বিস্ফোরকবাহী তিনটি ড্রোন ধ্বংস করে দেয়া হয়েছে।

সৌদি আরবের দক্ষিণে আভা আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় আট জন আহত ও একটি বেসামরিক উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার চার দিন পর এই হামলা হলো।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button