সারাদেশ

নজর কেড়েছে ‘পাখি’

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে জমে উঠেছে পশুর হাট। খামারিরা নানা জাতের গরু তুলেছেন হাটে। ক্রেতারাও তাদের সামর্থ্য অনুযায়ী পছন্দমতো গরু কিনতে শুরু করেছেন। পশুর হাটে সবার দৃষ্টি এখন পাখির দিকে। পাখিকে নিয়ে চলছে দর কষাকষি। কার বাড়িতে পা রাখবে পাখি সেটি দামের ওপর নির্ভর করছে। ইতোমধ্যে ‘পাখির’ দাম উঠেছে ৩ লাখ। গত ১৭ জুলাই শনিবার চিতলমারী সদর বাজারে পশুরহাট ঘুরে দেখা গেছে, অসংখ্য গরু উঠেছে হাটে। ক্রেতাদের উপচেপড়া ভিড়। গরুর বাজার হঠাৎ চড়া হয়ে ওঠায় অনেকেই আর দেরি করতে রাজি নন। ফলে বিক্রিও হচ্ছে বেশ ভালো। যে যার মতো পছন্দের গরু কিনে নিচ্ছেন। এদিন হাটে বিক্রি করতে নিয়ে আসা অন্যসব গরুর মধ্যে বিদেশি জাতের ‘পাখি’ নামে ষাঁড়টির দিকে নজর পড়েছে অনেকের। পাখির দাম হাঁকানো হয়েছে সাড়ে চার লাখ। ইতোমধ্যে ৩ লাখ টাকা দাম উঠেছে। তবে আর ৫০ হাজার টাকা দাম বাড়ালেই ‘পাখিকে’ বাড়িতে নিতে পারবেন যে কোনো ক্রেতা। এ সময় ‘পাখির’ মালিক উপজেলার আড়ুয়াবর্ণী গ্রামের আব্দুল শেখের সঙ্গে কথা হলে তিনি জানান, শখ করে তার গরুটির নাম রেখেছেন পাখি। এটি সাইওয়াল জাতের গরু। ওজন প্রায় ১৪ মণ। তিনি গরুটির দাম চেয়েছেন সাড়ে চার লাখ টাকা। সাড়ে তিন লাখ টাকা হলে তিনি এটি বিক্রি করবেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button