রংপুর বিভাগসারাদেশ

নীলফামারীতে সরকারীভাবে ধান – চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফমারীতে সরকারীভাবে কৃষক ও মিলারদের কাছ থেকে সরাসরি ধান-চাল ক্রয় কর্মসূচি শুরু হয়েছে। গতকাল রোবাবার বিকেলে সদরে সরকারী খাদ্যগুদামে একজন কৃষক ও একজন মিলারের কাছ থেকে ধান ক্রয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ওই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন পৌরমেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী ছাইফুদ্দিন, জেলা কৃষি সম্পসারন বিভাগের উপ-পরিচালক ( ভারপ্রাপ্ত) ওবায়দুর রহমান মন্ডল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আক্তার, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাসান, সদর এলএসডি কর্মকর্তা শাহ মো. শাহেদুর রহমান সুমনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

জেলা খাদ্য নিয়ন্ত্রকের তথ্যানুযায়ী এ বছর বোরো মৌসুমে ৬ টি উপজেলার কৃষকের কাছ থেকে সরাসরি ২৬ টাকা কেজি দরে ১৬ হাজার ৭’শ ৮৯ মেট্রিকটন ধান এবং ৩৬ টাকা কেজি দরে ১৯ হাজার ৬১২ মেট্রিকটন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। এছাড়া মিলারদের কাছ থেকে ৩৫ টাকা কেজি দরে ১ হাজার ১৫৪ মেট্রিকটন আতপ চাল সংগ্রহ করা হবে। ইতোমধ্যে ৫৭৪ জন মিলার চুক্তিবদ্ধ হয়েছে।

উদ্বোধনী দিনে টুপামারী ইউনিয়নের কৃষক জুয়েলের কাছ থেকে ১ মেট্রিকটন ধান এবং আজিজুল হক অটোরাইস মিলের মালিক আজিজুলের কাছ থেকে ৫ মেট্রিকটন ধান সংগ্রহ করা হয়। প্রধান অতিথি হাফিজুর রহমান চৌধুরী বলেন,ধান-চাল সংগ্রহে কৃষকে হয়রানি কিংবা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button