অর্থনীতি
জিডিপি প্রবৃদ্ধি হবে ৭.২: বিশ্বব্যাংক

চলতি অর্থবছরে মোট দেশ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৭.২ শতাংশ হবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিসে বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট রিপোর্টে এ তথ্য জানানো হয়।
এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়ং টিমবন বলেন, উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন করতে হলে মানসম্পন্ন চাকরির ব্যবস্থা করতে হবে।
বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট শিরোনামে বিশ্বব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়, মোট জিডিপি প্রবৃদ্ধির মধ্যে কৃষিখাতে প্রবৃদ্ধি হবে ৩ শতাংশ, যা গত অর্থবছর সরকারি হিসেবে হয়েছিল ৩.৫ শতাংশ। এছাড়া শিল্পখাতেও প্রবৃদ্ধি কমে দাঁড়াবে ৯ শতাংশ, যা গত অর্থবছরে ছিল ১৩ শতাংশ। সেবাখাতে প্রবৃদ্ধি বেড়ে দাঁড়াবে ৭ শতাংশ, যা গত অর্থবছরে ছিল ৬.৫ পাঁচ শতাংশ।