রংপুর বিভাগসারাদেশ

উলিপুরে ইবতেদায়ী শিক্ষকরা পেলেন প্রধানমন্ত্রীর দেয়া অনুদানের চেক

 কুড়িগ্রাম প্রতিনিধি:  কুড়িগ্রামের উলিপুরে করোনাকালীন প্রণোদনা হিসেবে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার ৪৮০ জন শিক্ষক ও ৪০ জন কর্মচারির মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা হলরুমে চেক  বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু, উপজেলা নিবার্হী কর্মকর্তা নূর-এ-জান্নাত রুমি, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কবির উদ্দিন সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আব্দুর রব উপস্থিত ছিলেন।

উপজেলার বিভিন্ন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার ৪৮০ জন শিক্ষককে ৫ হাজার ও ৪০ কর্মচারীর হাতে ২ হাজার ৫শত করে ৩ লাখ ৪০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

উলিপুর উপজেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি মো: আব্দুর রশিদ সরকার বলেন,করোনা কালীন সময়ে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা প্রণোদনার চেক পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আমরা আশাকরি আমাদের বেতন-ভাতা প্রদানে তিনি সদয় হবেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button