রংপুরে চিনা বাদাম চাষিদের প্রশিক্ষণ

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট (বিনা) এর উদ্ভাবিত চিনা বাদামের উন্নত জাত পরিচিতি ও চাষাবাদ কলা কৌশল এবং আমন ধানের পরিচর্যা শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ আগস্ট) রংপুরের তাজহাট বিনা উপকেন্দ্রে আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. রুহুল আমিন তালুকদার।
এতে বিশেষ অতিথি ছিলেন বিনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড, আবুল কালাম আজাদ, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শহীদুল ইসলাম, রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সারোয়ারুল হক। রংপুর বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা তানজিমুর রহমান মণ্ডল, উপ সহকারী কৃষি কর্মকর্তা বেলাল হোসেন, কৃষক আতিকুর রহমান প্রমুখ।
এই কৃষক প্রশিক্ষণে রংপুর জেলার ৮ উপজেলার শতাধিক কৃষক কৃষাণী অংশ নেন।