অর্থনীতি

১০ অক্টোবর লন্ডনে বাণিজ্যমন্ত্রীদের বৈঠক

বাণিজ্য ও বিনিয়োগের কৌশলগত দিক সম্প্রসারণে আগামী ১০ অক্টোবর লন্ডনে কমনওয়েলথভুক্ত ৫৩ দেশের বাণিজ্যমন্ত্রী ও শীর্ষস্থানীয় কর্মকর্তাদের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে বাণিজ্য মন্ত্রীরা বহুমুখী বাণিজ্য, সংরক্ষণবাদের বিরুদ্ধে লড়াই এবং ২০৩০ সালের মধ্যে কমনওয়েলথভুক্ত দেশগুলির মধ্যে ২ ট্রিলিয়ন ডলারের বাণিজ্যিক সম্পদ অর্জনের প্রচেষ্টার অগ্রগতি জোরদারের ওপর গুরুত্বারোপ করে আলোচনা করবেন। বাসস

বৈঠকে তারা সামুদ্রিক ও কৃষি অর্থনীতির পাশাপাশি সকল পর্যায়ের নারী ও যুবকদের সম্পৃক্ত করে কিভাবে অন্তর্ভূক্তিমূলক ও টেকসই বাণিজ্যের প্রতিফলন ঘটানো যায় সে বিষয়েও আলোচনা করবেন।

মন্ত্রীরা কমনওয়েল্থ সংশ্লিষ্ট এজেন্ডার আওতাধীন বিষয়ের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করবেন। এরমধ্যে রয়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সমর্থন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং সদস্যদের মধ্যে সর্বোচ্চ অভিজ্ঞতা চর্চা ও অনুশীলন বিনিময়। গত বছর সরকার প্রধানগণ এইসব উদ্যোগ গ্রহণ করেন। বৈঠকে বাণিজ্য সংক্রান্ত আলোচনার পর কমনওয়েলথ সরকার প্রধানদের পরবর্তী বৈঠকের তারিখ ঘোষণা করা হবে। পরবর্তী বৈঠক আগামী ২০২০ সালে উগান্ডার কিগালিতে অনুষ্ঠিত হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button