সারাদেশ

নওগাঁর আত্রাই-২ (ভরতেতুঁলিয়া ) ৩৩/১১ কেভি ১০/১৪ এমভিএ উপকেন্দ্রের নব-নির্মিত সাব- ষ্টেশশন উদ্বোধন

আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ- নওগাঁর আত্রাই-২ (ভরতেতুঁলিয়া ) ৩৩/১১ কেভি ১০/১৪ এমভিএ উপকেন্দ্রের নব-নির্মিত সাব- ষ্টেশশন উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকাল ৫টায় ১০/১৪ এমভিএ উপকেন্দ্রের সাব-ষ্টেশন প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন
আত্রাই- রানী নগর নির্বাচণী এলাকার সাংসদ ইসরাফিল আলম। এসময় উপস্থিত ছিলেন বাপবিবো নির্বাহী প্রকৌশলী তোহিজ্জুল ইসলাম।আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ এবাদুর রহমান, আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সানাউল ইসলাম, আত্রাই থানা অফিসার ইনচার্জ মোসলেম উদ্দিন, নওগাঁ পবিস-১ সমিতির সহ-সভাপতি সহিদুল ইসলাম, আবুওহাব মোঃ খাদেমুল নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি, এজিএম আত্রাই পল্লী বিদ্যুৎ সমিতি ফিরোজ জামান, আত্রাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, নওগাঁ জেলা পরিষদ সদস্য ফেরদৌসি ইয়াছমিন ডেজি, বিশা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা, সাহাগোলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু,ভোঁপাড়াইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবুল কাশেম প্রমূখ। প্রসঙ্গত প্রায় ১০ কোটি টাকা ব্যায় বরাদ্ধে সাব-ষ্টেশনটি ১০ এমভিএ উন্নীত হওয়ায় আত্রাই উপজেলায় ৫৪হাজার থেকে ৬০হাজার পরিবার বিদ্যুতের সংযোগ সুবিধা পাবে। ইতিপূর্বে ১৫হাজার পরিবার সমিতির গ্রাহক হিসেবে বিদ্যুৎ সংযোগ সুবিধা পেয়ে থাকলেও প্রায়ই সময় বিদ্যুতের লোডসেডিং-এ ভুগতে হয়। এখন থেকে মেইন লাইনে বিদ্যুৎ থাকলে লোড সেডিং এর চিন্তা মুক্তহল।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button