আন্তর্জাতিক

সব বাসিন্দার করোনা পরীক্ষা করবে উহান

স্থানীয়ভাবে সংক্রমিত তিন কোভিড রোগী শনাক্ত হওয়ার পর কর্তৃপক্ষ শহরটির সব বাসিন্দার করোনাভাইরাস পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার শহরটির কর্মকর্তা লি তাও এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন। সিজিটিএন।
সোমবার উহানে স্থানীয়ভাবে সংক্রমিত তিন কোভিড রোগী শনাক্ত করার কথা জানিয়েছিল কর্তৃপক্ষ। ২০১৯ সালের শেষদিকে চীনের এ শহরটিতেই প্রথম নতুন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। ভাইরাসের বিস্তার ঠেকাতে প্রথম থেকেই কঠোর অবস্থান নিয়ে চীন এখন পর্যন্ত সংক্রমণের রাস টেনে ধরতে অনেকটা সফল হয়েছে।
২০২০ সালের মার্চ থেকে দেশটিতে সরকারি হিসাবে শনাক্তের সংখ্যা কম দেখা যাচ্ছে। মাঝে মাঝে সংক্রমণ বাড়তে শুরু করলেও দ্রুতগতিতে নেওয়া নানান পদক্ষেপের মাধ্যমে দেশটি কোভিডের বিস্তার নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি প্রদেশে করোনাভাইরাসের ডেল্টা ধরনের বিস্তার বিশে^^র সবচেয়ে জনবহুল দেশটির কর্মকর্তাদের উদ্বেগ বাড়াচ্ছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button