রাজশাহী বিভাগসারাদেশ

সাপাহারে মসজিদের সম্পত্তি উদ্ধার ও মতোয়াল্লীর অপসারণের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: সাপাহারে একটি মসজিদের নামে ওয়াকফ ষ্ট্যাটের ২৬বিঘা সম্পত্তি প্রভাবশালীর আতœসাত এর প্রতিবাদ এবং জবর দখল কৃত সম্পত্তি উদ্ধারের জন্য এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে উপজেলার সদরের অদুরে মানিকড়া দক্ষিন পাড়া গ্রামের মসজিদ প্রাঙ্গনে এ মানব বন্ধনটি অনুষ্ঠিত হয়।
গ্রামবাসীর অভিযোগে জানা গেছে প্রায় দেড়শ’ বছর পূর্বে ওই গ্রামের জৈনক নজির মন্ডল নামের এক নি:সন্তান ধনাঢ্যব্যক্তি গ্রামের ওই মসজিদের নামে তার ২৬বিঘা সম্পত্তি ওয়াকফ করে মৃত্যু বরণ করেন। এর পর দীর্ঘ দিন ধরে ওই সম্পত্তি শফিউদ্দীন ও তার সন্তানরা মতোয়াল্লী হিসেবে নিযুক্ত হয়ে ভোগ দখল করতে থাকে। শফি উদ্দীন এর মৃত্যুর পর পর্যায়ক্রমে তার ছেলে মো: হারুন অর রশিদ ওই ওয়াকফ ষ্ট্যাটের মোতায়াল্লী নিযুক্ত হয়ে দীর্ঘ দিন ধরে সেচ্ছাচারিতার মাধ্যমে মসজিদ পরিচালনা ও ইমাম মোয়াজ্জিম এর বেতন এবং বিদ্যুত বিলও পরিশোধ ও উন্নয়ন কর্মকান্ড বন্ধ করে দেন। বাধ্য হয়ে গ্রামবাসী চাঁদা ভাঙ্গন দিয়ে মসজিদের যাবতীয় খরচ চালিয়ে আসছেন। বর্তমানে গ্রামবাসী মোতোয়াল্লী হারুন অর রশিদ এর নিকট মসজিদের আয় ব্যায় সহ যাবতীয় খরচ সম্পর্কে জানতে চাইলে গ্রামবাসীরা যেভাবে পারবে মসজিদ পরিচালনা করবে বলে জানিয়ে দেন। তিনি স্পষ্ট ভাবে গ্রামের লোকজনকে বলে দেন যে ওই ওয়াকফ ষ্ট্যাটের মতোয়াল্লী তার বাবা ছিলেন সম্পত্তি তাদের তাই মসজিদের উন্নয়নে একটি টাকাও দেয়া হবেনা। মানিকুড়া দক্ষিন পাড়া গ্রামবাসী মতোয়াল্লী হারুন অর রশিদের অপসারণ সহ মসজিদের নামে থাকা উক্ত ওয়াকফ ষ্ট্যাটের ২৬ বিঘা সম্পত্তি উদ্ধার ও কতিথ মতোয়াল্লীর অপসারণের দাবীতে মানব বন্ধনের আয়োজন করেন। এ সময় উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, সাপাহার সদর ইউপি সদস্য শ্রী জগন্নাথ ওই গ্রামের প্রবীণ ব্যক্তিবর্গ,মুসুল্লীগণ ওই মানব বন্ধনে অংশ গ্রহন করেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button