শিক্ষাঙ্গন
টিএমএসএস‘র নির্বাহী পরিচালকের অভিবাদন: বঙ্গবন্ধুর ভিডিও ডকুমেন্টারি নির্মাণে টিপিএসসির প্রথম স্থান অর্জন

স্টাফ রিপোর্টারঃ টিএমএসএস পাবলিক স্কুল এ্যান্ড কলেজ ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক কার্যক্রমের ভিডিও ডকুমেন্টারি নির্মাণে উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করে।
‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস’ উদ্যাপন অনুষ্ঠানে গত বুধবার বগুড়া শহরের জয়পুরপাড়ায় স্কুল ক্যাম্পাসে সম্মাননা ক্রেস্ট সংশ্লিষ্ট শিক্ষার্থীদের হাতে তুলে দেন টিএমএসএস‘র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। এছাড়াও তিনি ভিডিও ডকুমেন্টারি নির্মাণের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আবেদা মোমেন, মোঃ জাহাঙ্গীর আলম, আল মামুন মোঃ হারুন রশীদকে বিশেষভাবে অভিবাদন জানান।