শিক্ষাঙ্গন

পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে ‘ঐতিহাসিক ৭ মার্চ’ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন

স্টাফ রিপোর্টারঃ রবিবার পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় ‘ঐতিহাসিক ৭ মার্চ’ উদ্যাপন উপলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

ঐতিহাসিক ৭ মার্চ, মুক্তিকামী বাঙালি জাতিকে মুক্তির বাণী শোনানোর দিন। ১৯৭১ সালের এই দিনে বিশাল জনসমুদ্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিকামী বাঙালি জাতিকে শোনান ১৮ মিনিটের মুক্তির বাণী। বজ্রকণ্ঠে ঘোষণা করেন, “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব। এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব, ইনশাআল্লাহ”। বঙ্গবন্ধুর ১৮ মিনিটের ওই ভাষণ আজ আন্তর্জাতিক স্বীকৃতিও লাভ করেছে। দিবসটি উপলক্ষে পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দিনব্যাপী বঙ্গবন্ধুর ৭ মার্চ এর ঐতিহাসিক ভাষণ প্রচার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আ.ন.ম. রেজাউল করিম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আনসার আলী তালুকদার, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. আলাউদ্দিন, চেয়ারম্যানের একান্ত সচিব আলহাজ্ব মোঃ খোরশেদ আলম, সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক কর্মকর্তাবৃন্দ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button