আন্তর্জাতিক

ইস্টবেঙ্গলের হারে রণক্ষেত্র গ্যালারি, লাঠিচার্জ-মাথা ফাটল সমর্থকদের!

মরসুমের শুরুটা যেমন হয়েছিল, ক্রমেই যেন সেই ছন্দ হারাচ্ছে ইস্টবেঙ্গল। ডুরান্ডের পর কলকাতা লিগেও চরম বিপর্যয়ের মুখে লাল-হলুদ শিবির। আর পরিস্থিতি এমনই পিয়ারলেসের বিরুদ্ধে ১-০ গোলে হেরে রণক্ষেত্র হয়ে উঠল ইস্টবেঙ্গল গ্যালারি।

ম্যাচের ৬৫ মিনিটে পিয়ারলেসের বিরুদ্ধে এক গোলে পিছিয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে গ্যালারি। মাঠে উড়ে আসতে থাকে বোতল। ম্যাচের শেষ হতেই উত্তপ্ত গ্যালারিকে নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাহিনী যায় গ্যালারিতে। পরিস্থিতি বেগতিক দেখে লাঠি চার্জ করতে হয় পুলিশকে। তাতে কয়েকজন সমর্থক আহত হন বলে খবর। মাথাও ফাটে অনেকের। যদিও পুলিশের বিরুদ্ধে পতাকা ছেঁড়ার অভিযোগ তুলেছেন ইস্টবেঙ্গল সমর্থকরা। পিজিতে ভরতি চার সমর্থক। পুলিশের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব। যদিও ক্লাব কর্তৃপক্ষের কাছে পুলিশ দুঃখপ্রকাশ করেছে বলেই খবর।

এদিন ম্যাচের শুরু থেকেই অবশ্য ছন্দহীন ফুটবল খেলতে শুরু করে ইস্টবেঙ্গল। দুর্বল পিয়ারলেস বারবার হানা দিয়েছে ইস্টবেঙ্গল বক্সে। অবশেষে ম্যাচের ৬৫ মিনিটে কমলপ্রীত পিয়ারলেসের পঙ্কজকে বক্সে ফেলে দিতেই পেনাল্টি দেন রেফারি। সেখান থেকে গোল করে যান ক্রোমা। তারপর থেকে আক্রমণাত্মক হয়ে উঠলেও গোল করতে পারেনি লাল-হলুদ শিবির। বরং সব ছাপিয়ে আলোচনায় উঠে এল গ্যালারির ওই রণক্ষেত্র রূপ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button