বিএম কলেজ এমপিওভুক্তির দাবি শিক্ষকদের

কারিগরি শিক্ষা বোর্ডের স্বীকৃতিপ্রাপ্ত এইচএসসি (বিএম) শিক্ষাপ্রতিষ্ঠানের স্থাপন, পাঠদানের অনুমতি স্থগিত করা ও এমপিওভুক্তির জটিলতা সমস্যা সমাধানের দাবি জানানো হয়েছে। জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় বেসরকারি কারিগরি শিক্ষক সমিতি।
সংবাদ সম্মেলনে বেসরকারি কারিগরি শিক্ষক সমিতি সভাপতি নাসির উদ্দিন বাবলু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ এ কে এম মোকসেদুর রহমান, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কারিগরি শিক্ষা বোর্ডের স্বীকৃতিপ্রাপ্ত এইচএসসি (বিএম) শিক্ষা প্রতিষ্ঠানের স্থাপন, পাঠদানের অনুমতি স্থগিত করা ও এমপিওভুক্তির দাবি জানান অধ্যক্ষ এ কে এম মোকসেদুর রহমান। এছাড়া এ সময় এইচএসসি বিএম কোর্সের মাধ্যমে এদেশে লাখ লাখ যুবকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে দাবি করেন মোকসেদুর রহমান।
এছাড়া, সংবাদ সম্মেলনে অধ্যক্ষ সলিম উল্লাহ সেলিম, অধ্যক্ষ বেনি আমিন, অধ্যক্ষ মইন উদ্দিন ভূইয়া, অধ্যক্ষ আব্দুল আজিজ, অধ্যক্ষ মাহবুবুর রহমান, অধ্যক্ষ নজরুল ইসলামসহ আরও অনেক উপস্থিত ছিলেন।