সারাদেশ

করোনা উপসর্গ সন্দেহে এক যুবকের স্যাম্পল গ্রহণ

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়ায় করোনাভাইরাসের উপসর্গ সন্দেহে উপজেলার গুনাহার ইউনিয়নের তালুচ পূর্বপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সানাউল হক(২৮) এর স্যাম্পল গ্রহণ করেছে দুপচাঁচিয়া স্বাস্থ্য বিভাগ। ইউএনও এসএম জাকির হোসেনের নির্দেশনায় ইউএইচএফপিও ডাঃ আব্দুল কুদ্দুস মন্ডল তাঁর অধীনে কর্মরত ল্যাবরেটরী টেকনিশিয়ান আবু বক্কর ও ইপিআই টেকনিশিয়ান রফিকুল ইসলাম এর মাধ্যমে সানাউল হকের স্যাম্পল গ্রহণ করে বগুড়া প্রেরণ করেছেন।

এছাড়াও দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউএনও এসএম জাকির হোসেন তালোড়া পৌর হাটবাজারের ইজারাদার খন্দকার আবুল বাশার বুলু সরকারি নির্দেশনা অমান্য করে হাট বসিয়ে টোল আদায় করায় তার নিকট থেকে ৫০হাজার টাকা জরিমানা আদায় করেছেন। সরকারি নির্দেশ অমান্য করে ট্রাক চালানোর কারণে ট্রাক চালকের ২হাজার টাকা ও এক দোকানীকে ২’শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এছাড়াও ইউএনও এসএম জাকির হোসেন, দায়িত্বরত সেনাকর্মকর্তা ক্যাপ্টেন ফয়সাল ও থানার এসআই হামিদুল ইসলাম উপজেলার বিভিন্ন এলাকায় করোনাভাইরাস প্রতিরোধকল্পে দিকনির্দেশনা প্রদান করে ব্যাপক প্রচারনা চালায়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button