শিক্ষাঙ্গন

ভিকারুননিসার দুই শিক্ষক প্রতিনিধিকে শোকজ

৪৪৩ জন অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির ঘটনায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে দুই শিক্ষক প্রতিনিধিকে শোকজ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক এ নির্দেশ দিয়েছেন বলে জানানো হয়েছে।

শোকজ নোটিশ পাওয়া দুই শিক্ষক প্রতিনিধি হলেন- পদার্থবিদ্যা বিভাগের শিক্ষক ড. ফারহানা খানম এবং মাধ্যমিক শাখার শরীরচর্চার শিক্ষক মুস্তারী সুলতানা। আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে তাদের সুস্পষ্ট বক্তব্যসহ প্রতিবেদন পাঠাতে মাউশির মহাপরিচালককে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। নোটিশে তাদের বেতন-ভাতা কেন বন্ধ করা হবে না, তা জানাতে চাওয়া হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এ বছর আসন সংখ্যার চেয়ে অতিরিক্ত ছাত্রী ভর্তি করার অভিযোগ উঠেছ। তদন্তে ৪৪৩ জন অতিরিক্ত ছাত্রী ভর্তির তথ্য পাওয়া যায়। এ ঘটনায় এর আগে ওই সময়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা বেগমকে শোকজ নোটিশ দেয় মাউশি। এরপর এই দুই শিক্ষক প্রতিনিধিকে শোকজ করা হলো।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button