রংপুর বিভাগ

রাণীশংকৈলে নূতন ২ জন করোনা রোগী শনাক্ত

রাণীশংকৈল ( ঠাকুরগাও) প্রতিনিধিঃ  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গত ২১ ও ২২ মে, বৃহস্পতিবার ও শুক্রবার দু’জন নূতন করোনা আক্রান্ত রোগীকে শনাক্ত করা হয়েছে। যথারীতি মেডিকেল টেস্টের মাধ্যমে তাদের কোভিড- ১৯ পজিটিভ শনাক্ত করা হয়। তারা হলেন- উপজেলার ধর্মগড় ইউনিয়নের  চেংমারি( ঝাড়বাড়ি) গ্রামের মজিবর রহমানের ছেলে জুয়েল রানা (১৯) এবং নন্দুয়ার ইউনিয়নের মুনিষগাঁও গ্রামের সোহেল রানার স্ত্রী মুন্নী আখতার(২০) মুন্নী ও জুয়েল দুজনেই  ঢাকা ফেরত ছিলেন। রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, রোগীদেরকে আইসোলেশনে নিবিরভাবে চিকিৎসাধীন রাখা হয়েছে। প্রসঙ্গত এ উপজেলায় মোট করনায় শনাক্ত রোগী ৬ জন, যাদের মধ্যে  ইতোমধ্যে ৩ জন করোনা রোগী সুস্থ হয়ে  হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে করোনামুক্ত হয়ে বাড়ি ফিরে গেছেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button