সারাদেশ

সীতাকুণ্ডে ১ সপ্তাহে ১৮ ডেঙ্গু রোগী ভর্তি

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটস্থ বিআইটিআইডি হাসপাতালে এক সপ্তাহের ব্যবধানে ১৮ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে হাসপাতালে। তাদেরকে হাসপাতালে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে ।

আক্রান্ত রোগীরা হচ্ছে শাহিন (৩২), নারগিস আকতার (৪০), তানজিন সাজ্জাদ( ২৯), মেহেদী হাসান(১৯), মিনহাজ উদ্দিন (১২),মাসুদা বেগম (৬০), রোকেয়া বেগম (১৮),শাহরিয়া (২১), আবদুল কাইয়ুম (২৩), কামরুল হাসান (৩৩), মাইন উদ্দিন (২৮), শরীফ (১৭), সামিয়া (৮), ফিরোজা বেগম (৪০), ডালিয়া আকতার (১৭),ফেরদৌস (২০)।

এ ব্যাপারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ড কাউন্সিলর জহিরুল আলম জসিম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার ওয়ার্ডে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। ডেঙ্গুর ব্যাপারে জনসাধারণকে সচেতন করা হচ্ছে। এরপরও কেন যে হঠাৎ করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলো বুঝতে পারছিনা। আমরা আরো ব্যাপকহারে কার্যক্রম চালাবো।

এ বিষয়ে ফৌজদারহাটস্থ বিআইটিআইডি হাসপাতালের অধ্যাপক ডা. মামুনুর রশিদ মামুন বলেন, ভর্তি হওয়া ডেঙ্গু আক্রান্ত রোগীদেরকে নিবিড় পরিচর্যায় চিকিৎসা দেওয়া হচ্ছে। আতঙ্কিত হওয়ার কারণ নেই। এর আগেও ডেঙ্গু জ্বরে আক্রান্ত অনেক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button