শিক্ষাঙ্গন

রাজশাহীতে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

রাজশাহী প্রতিনিধি: সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষার দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বুধবার সকাল ১১ টায় রাজশাহীর কামারুজ্জামান চত্ত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে মহানগর এসএসসি ২০২২ এর ব্যাচের শিক্ষার্থীরা। এ সময় মহানগর শিক্ষার্থী এর ব্যানারে প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল। শিক্ষার্থীরা বলছে, কোভিড-১৯ এর কারণে বর্তমান দশম শ্রেণির শিক্ষার্থীরা নবম শ্রেণিতে সারা বছর শিক্ষা লাভের জন্য ক্ষতিগ্রস্থ হেেয়ছে। এমন পরিস্থিতিতে সংক্ষিপ্ত সিলেবাসের দাবি জানানো হয়। শিক্ষার্থীরা বলে, এ দেশের শিক্ষার্খীদের একমাত্র আস্থা ও ভরসার ঠিকানা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমরা এসএসসি ২০২২ এর শিক্ষার্থী, কোভিড-১৯ এর কারণে আমরা নবম শ্রেণিতে উপযুক্ত পড়াশোনা করতে পারিনি। যার ফলে আমরা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানোর জন্য অনেকটাই পিছিয়ে পড়েছি। তাই আপনার নিকট দাবি আমরা আমাদের সিলেবাস সংক্ষিপ্ত চাই। আমরা চাই পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে আগাম সহজ সরল সংক্ষিপ্ত নির্দেশনা। মানববন্ধন চলাকালীন সময়ে বক্তব্য রাখেন শাহরিয়ার আহমেদ সোহান, তানভির রহমান বিশাল, আহমেদ সাদমান, শামীম প্রমুখ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button