বিজ্ঞান ও প্রযুক্তি

আউটলুক মেইলে আসছে ইমোজি ও লাইক বাটন

দাফতরিক কাজে ইমোজির ব্যবহার মানানসই না হলেও দিন বদলের সাথে সাথে বদলাচ্ছে সবই। ‘ওয়ার্ক ফ্রম হোম’ এর কারণে বসেরা অনেক কর্মীদের চেহারা দীর্ঘদিন ধরে দেখতে পারছেন না। তাই কর্মীর মনোভাব ও প্রতিক্রিয়ার কথা জানানোর জন্য মেইলে ইমোজি যুক্ত করতে যাচ্ছে মাইক্রোসফট।

তাদের আউটলুক মেইলে এবার লাভ, সেলিব্রেশন, লাফটার, সারপ্রাইজ ও স্যাডনেস বাটন দেখা যাবে।

ইমেইল ম্যাসেজ লাইক করারও অপশন থাকবে এতে। তবে ভুল ইমোজির ব্যবহার চাকরিকে হুমকির মুখে ফেলতে পারে। কাজ শেষে বসের জন্য ওভারটাইম করতে গিয়ে মেইলে স্যাড ইমোজি দেওয়া বিপদজনক।

অনেক সময় মেইলে কী লেখা আছে তা ঠিকমতো অনেকে পড়েন না বা পড়লেও ভুলভাল অর্থ বের করেন। না বুঝে ভুল ইমোজি দিলে কর্মীরাই বিপদে পড়বেন।প্রতিদিন শত শত মেইলের রিপ্লাই দিতে গিয়ে ভুল হতেই পারে।

তবে এটাও ঠিক, ইমোজি দিয়ে রিপ্লাই দিলে বাড়তি কথা লেখার হাত থেকে নিস্তার পাবেন কর্মীরা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button