বিনোদন
আবারও কাছাকাছি রণবীর-দীপিকা

একটা সময় চুটিয়ে প্রেম করেছেন তারা। কিন্তু এখন একেবারেই দূরে সরে গেছেন। রণবীর সিংকে নিয়ে ঘর বেঁধেছেন দীপিকা। অন্যদিকে রণবীর কাপুর বলিউডের হালের ক্রেজ আলিয়ার প্রেমে মজেছেন। শিগগিরই নাকি বিয়ে করবেন তারা।
একটি বিজ্ঞাপনচিত্রকে কেন্দ্র করে আবারও এক হলেন সাবেক প্রেমিক জুটি রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন।
সম্প্রতি, একটি রং-এর সংস্থার বিজ্ঞাপনে দেখা গেল তাদের। বিজ্ঞাপনটি বানিয়েছেন পরিচালক বিবেক কাক্কর।
প্রসঙ্গত, দীপিকা ও রণবীর দুজনেই এই রং এর কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। বিজ্ঞাপনে রণবীর ও দীপিকা দুজনেই পেন্টিং নিয়ে একে অপরকে ব্যাকটেরিয়া রাগাতে দেখা যায়।
তবে এই প্রথম নয়, এর আগেও এই একই সংস্থার বিজ্ঞাপনে একসঙ্গে দেখা গেছে রণবীর-দীপিকাকে।