আন্তর্জাতিক

সোশ্যাল মিডিয়াকে শায়েস্তা করতে নির্বাহী আদেশে সই করলেন ট্রাম্প

সোশ্যাল মিডিয়ার আইনি সুরক্ষা বাতিলের জন্য একটি নির্বাহী আদেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই নির্বাহী আদেশে সই করেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, নির্বাহী আদেশে ফেসবুক- টুইটারের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষটি অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে ট্রাম্পের এই নির্বাহী আদেশ আইনগত চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে বিবিসির খবরে বলা হয়েছে।
সম্প্রতি প্রথমবারের মতো ট্রাম্পের পোস্টকৃত দুটি টুইটে ফ্যাক্ট চেক ট্যাগ লাগিয়ে দেয় টুইটার। এরপরই যুক্তরাষ্ট্রে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো বন্ধ করে দেওয়ার হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। এমন হুমকি দেওয়ার একদিন পর এই নির্বাহী আদেশে সই করলেন ট্রাম্প।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button