শিক্ষাঙ্গন

বেতন-ভাতা পেলেন নতুন এমপিও প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী

নতুন করে এমপিওভুক্ত হওয়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ১০ মাসের বেতন, দুটি উৎসব ভাতা ও বৈশাখী ভাতার অর্থ ছাড় করে ব্যাংকে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

বুধবার (২০ মে) ২৪টি চেকের মাধ্যমে এসব বেতন-ভাতা অর্থ অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে ও জনতা এবং সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

আগামী ৩১ মে পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংক থেকে শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা তুলতে পারবেন বলে নির্দেশনায় বলা হয়েছে।

নতুন এমপিও পাওয়া ২ হাজার ৫৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সরকারি বেতন দিতে গত ২৯ ও ৩০ এপ্রিল দুটি আদেশে এমপিও কোড দেয় শিক্ষা মন্ত্রণালয়।

এরপর শিক্ষকরা সরকারি বেতনভাতা পেতে প্রয়োজনীয় কাগজপত্রসহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে আবেদন করেন।

নতুন এমপিও পাওয়া শিক্ষক-কর্মচারীদের গত বছরের ১ জুলাই থেকে বেতনের সরকারি অংশ দেওয়া হবে বলে জানিয়েছে অধিদপ্তর।

গত বছরের ১ জুলাই থেকে গত মার্চ মাস পর্যন্ত বকেয়া নয় মাসের বেতন, গত এপ্রিল মাসের বেতন, গত ঈদুল আযহার উৎসব ভাতার সঙ্গে ঈদুল ফিতরের উৎসব ভাতা একসঙ্গে ছাড় করেছে সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালের ২৩ অক্টোবর ২৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিভুক্তকরণের ঘোষণা দেন। ওইসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সরকারি বেতনের অংশ দিতে এমপিও কোড দেওয়া হয়।

২০১০ সালে সর্বশেষ এক হাজার ৬২৪টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছিল।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button