নীলফামারীর ছেলেকে বিয়ে অভিনেত্রী সানাই মাহবুবের

নীলফামারী জেলা প্রতিনিধি: বিয়ের পিঁড়িতে বসেছে আলোচিত অভিনেত্রী সানাই মাহবুব। গত বছর অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েই নতুন করে আলোচনা নেই তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সচল থাকলেও আগের মতো আর তাকে খোলামেলা ভাবে দেখা যায় না। পাত্র আবু সালেহ মুসা একটি বেসরকারি ব্যাংকে চাকুরী করেন। তার বাড়ি জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়ন দক্ষিণ দুরাকুঠি গ্রামে। সে ওই গ্রামের আনছার আলীর ছেলে।শুক্রবার (২৭ মে) বিয়ের পিঁড়িতে বসেন আলোচিত ওই অভিনেত্রী। তার বাড়ি নীলফামারী শহরের বাবুপাড়ায় এবং মাহবুব হোসেনের মেয়ে।
এদিকে ২০১৯ সালে সানাই সাবেক এক মন্ত্রীকে বিয়ে করছেন এমন খবর প্রকাশ পেয়েছিল। সে সময় এক সংবাদমাধ্যমকে আলোচিত এ অভিনেত্রী নিজেই সেই খবরের সত্যতা নিশ্চিত করেছিলেন। যে ‘পারিবারিক ভাবেই বিয়ে করতে যাচ্ছেন তিনি। সে সময় তিনি জানান, (২৩ ফেব্রয়ারি) সকালে আমাদের বাগদান হয়ে গেল। আমার বাসাতেই আয়োজন হলো। সবার কাছে দোয়া চাই আমার নতুন জীবনের জন্য।’ এরপর আর কোন তেমন কিছু আর শোনা যায়নি। তিন বছর পর আবারো বিয়ের পিঁড়িতে বসলেন এই অভিনেত্রী। তবে এ প্রসঙ্গে সানাইর সঙ্গে যোগাযোগ করলেও কোন বক্তব্য পাওয়া যায়নি। জানা গেছে, নতুন করে আরও একটা বিয়ে করলেন অভিনেত্রী সানাই মাহবুব। অভিনেত্রী হিসেবে ক্যারিয়ারে সুবিধা করতে পারেননি তিনি। আলোচিত হওয়ার বদলে বিভিন্ন কারণে তিনি সমালোচিতই হয়েছেন বেশি । গত বছর অভিনয় ছেড়ে আল্লাহর পথে বাকি জীবন কাটানোর ঘোষণা দেন তিনি। এরপর থেকে হিজাব পরতে থাকেন তিনি।