বিজ্ঞান ও প্রযুক্তি

মহাকাশে পৃথিবীসাদৃশ্য নতুন গ্রহের সন্ধান

মহাকাশে পৃথিবীর মতো আরেকটি গ্রহের সন্ধান পেয়েছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ার শিক্ষার্থীরা। নাসার ক্যাপলার গ্রহ অনুসন্ধান প্রকল্পের আওতায় প্রায় ১৭টি নতুন গ্রহের সন্ধান পাওয়া গেছে। বিবিসি বাংলা

পৃথিবীর মতো পাওয়া গ্রহটির নাম রাখা হয়েছে কেআইসি-৭৩৪০২৮৮ বি। এই গ্রহটি পৃথিবীর চেয়ে প্রায় দেড় গুণ ছোট। ধারণা করা হচ্ছে গ্রহটি পৃথিবীর মতো বাসযোগ্য। এই গ্রহটির আবিষ্কার করেছেন মাইকেল কুনিমটো নামের এক শিক্ষার্থী। মার্কিন মহাকাশ সংস্থা নাসার ‘ক্যাপলার গ্রহ অনুসন্ধান’ প্রকল্পের কিছু তথ্য বিশ্লেষণ করে এই গ্রহের কথা জানিয়েছেন । এই বিষয়ে মাইকেল কুনিমোটো বলেন, পৃথিবী থেকে প্রায় এক হাজার আলোক বর্ষ দূরে অবস্থিত গ্রহটি। সুতরাং আমরা চাইলেও যেতে পারবোনা। তিনি আরো বলেন, ওই গ্রহতে ১৪২ দিনেই বছর হয়। এছাড়া পৃথিবীর মতো ওই গ্রহটিও সূর্য থেকে আলো পায়। এছাড়া সেখানেও পৃথিবীর মতো গ্যাসীয় উপাদান রয়েছে এবং গ্রহটি পাথুরে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button