খেলা

শ্রীলঙ্কার বিপদে পাশে দাঁড়িয়েছিল পাকিস্তান : শোয়েবের ক্ষোভ

অনলাইন ডেস্ক: নিরাপত্তাজনিত সংকটের কারণে পাকিস্তান সফর বর্জন করেছে শ্রীলঙ্কার শীর্ষ দশ ক্রিকেটার। ফলে প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা-পাকিস্তান সিরিজ। শ্রীলঙ্কার ক্রিকেটারদের এই সরে দাঁড়ানোয় তাদের আক্রমণ করেছিলেন রামিজ রাজা-সহ একাধিক সাবেক পাকিস্তানি ক্রিকেটার। এবার তাদের দলে যোগ দিলেন সাবেক গতি তারকা শোয়েব আখতার।

সোশাল সাইট টুইটারে দেওয়া এক পোস্টে শ্রীলঙ্কার ১০ ক্রিকেটারের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’। শোয়েব বলেছেন, ‘যে দশ ক্রিকেটার পাকিস্তানে খেলতে আসতে রাজি নন, তাদের প্রতি আমি অসন্তুষ্ট। পাকিস্তান সব সময় শ্রীলঙ্কার ক্রিকেটকে সাপোর্ট করে এসেছে। শ্রীলঙ্কায় ইস্টারের দিন জঙ্গি হানা হওয়ার পরে পাকিস্তানই সে দেশে প্রথম বিদেশি দল হিসেবে অনূর্ধ্ব-১৯ দল পাঠিয়েছিল।’

এই টুইটের কিছুসময় পর আরেকটি টুইটে তিনি লিখেন, ‘১৯৯৬ সালে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ যখন শ্রীলঙ্কা যেতে আপত্তি জানায়, তখন ভারতের সঙ্গে শ্রীলঙ্কায় দল পাঠায় পাকিস্তান।’

২০০৯ সালে লাহোরে টেস্ট চলাকালীন শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলায় ৬ জন ক্রিকেটার আহত হয়েছিলেন। মারা গিয়েছিলেন পাকিস্তানের ৬ পুলিশকর্মী এবং দুই জন সাধারণ মানুষ। এই ঘটনার পর থেকেই অধিকাংশ দেশ পাকিস্তানে খেলতে রাজি হয়নি। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত পাকিস্তানের মাটিতে তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা শ্রীলঙ্কার। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে ক্রিকেটাররা আলোচনায় বসেছিলেন। তারপরেই ১০ ক্রিকেটার এই সিরিজ থেকে সরে দাঁড়ান।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button