‘সদরঘাটের টাইগার’ শ্যামল মাওলা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলা। ‘সদরঘাটের টাইগার’ নামে একটি ওয়েব সিরিজে কাজ করছেন তিনি। এতে শ্যামল মাওলার বিপরীতে লাইলী চরিত্রে অভিনয় করেছেন ফারহানা হামিদ। এটি নির্মাণ করেছেন সুমন আনোয়ার।
‘সদরঘাটের টাইগার’ গল্পে দেখা যাবে, সদরঘাটের এক শ্রমিক টাইগার যে কিনা ডকওয়াটে কাজ করে। আর এ গল্পে যে নায়িকা নাম লাইলী যিনি হচ্ছেন একজন প্রসিডিউর। তাদের মধ্যে প্রেম হয় এবং যেদিন লাইলীর বিয়ের কথা হয়। সেদিন তার কাষ্টমারের সঙ্গে তাকেও মেরে ফেলার পরিকল্পনা করা হয়। লাইলী কমিশনারের এলাকায় বসবাস করত। লাইলীকে মারার জন্য টাইগারও যুক্ত হয়। এমন একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব সিরিজটি।
ওয়েব সিরিজটি নিয়ে শ্যামল বলেন, ‘সদরঘাটের টাইগার’ সুন্দর একটি গল্পে নির্মিত হয়েছে। পুরান ঢাকার বিভিন্ন লোকেশন ছাড়াও সদরঘাটে শুটিং হয়েছে। ‘সদরঘাটের টাইগার’ এর দুর্দান্ত গল্প আর দারুণ উপস্থাপনার জন্য দর্শকরা উপভোগ করবেন বলে আমি আশাবাদী।
এছাড়া শ্যামল মাওলা প্রচার চলতি বেশ কয়েকটি ধারাবাহিক নাটকের শুটিং নিয়ে ব্যস্ত আছেন। সম্প্রতি খণ্ড নাটক এবং একটি বিজ্ঞাপনের কাজও করেছেন।