চট্টগ্রাম বিভাগসারাদেশ

চট্টগ্রাম বন্দরে ভারসাম্য হারিয়ে কাত হলো ‘ওইএল হিন্দ’

চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রাম বন্দরের পানামা পতাকাবাহী কনটেইনার জাহাজ ‘ওইএল হিন্দ’ ভারসাম্য হারিয়ে কাত হয়ে গেছে। জাহাজটি কেন ও কিভাবে কাত হয়ে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যায়। রপ্তানি পণ্য বোঝাই ও খালি কনটেইনার মিলে ৯৬৪ টিইইউ’স জাহাজটি রোববার (২৩ আগষ্ট) চট্টগ্রাম বন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল।

চট্টগ্রাম বন্দর সূত্রে জানা যায়, ‘ওইএল হিন্দ’ নামের পানামা পতাকাবাহী কনটেইনার জাহাজটি বন্দরের ১১ নাম্বার জেটিতে ছিলো। জাহাজটি ৮-১০ ডিগ্রি কাত হয়ে গেছে। ১৮৪ দশমিক ১০ মিটার লম্বা এবং সাড়ে ৮ মিটার ড্রাফটের জাহাজটিতে কনটেইনার লোড করার পর ভারসাম্য হারিয়ে জেটির দিকে কাত হয়ে যাওয়ায় বন্দর ত্যাগের অনুমতি দেওয়া হয়নি। ৫০০ টন ওজনের ২০টি কনটেইনার নামিয়ে ভারসাম্য (জিএম>১ মিটার) ঠিক করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ইন্ডিপেনডেন্ট সারভেয়ার দিয়ে জাহাজটি সমুদ্রে চলাচলের উপযোগী এমন রিপোর্টের পর জাহাজটি বন্দর ত্যাগের অনুমতি দেওয়া হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button