খেলা

অগ্নিঝরা বোলিংয়ে রুবেলের ৭ উইকেট, বিপাকে রাজশাহী

৫১ রানে ৭ উইকেট! জাতীয় লিগের ম্যাচে মিরপুরে আজ আগুন ঝরানো বোলিং উপহার দিলেন রুবেল হোসেন। প্রথম স্পেলে ৩ ওভারে ১৮ রান দিয়ে উইকেট শূন্য। পরের স্পেলে ৬ ওভারে ১৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন জাতীয় দলের এই পেসার। লাঞ্চের আগে-পরে মিলিয়ে তৃতীয় স্পেলে ৮.৪ ওভারে ২০ রানে ৫ উইকেট!

প্রথম শ্রেণির ক্রিকেটে তার ক্যারিয়ার সেরা বোলিং এটি রুবেলের। আগের সেরা ছিল ২২ রানে ৫।

মিরপুরের উইকেট ঘাস রাখা হয়েছে বেশ। বৃষ্টিতে ম্যাচের প্রায় প্রথম দুই দিন ঢেকে রাখা উইকেটে আর্দ্রতাও কিছু ছিল। কন্ডিশন কাজে লাগিয়ে রুবেলের বোলিংও হলো দারুণ।

এমনিতে রঙিন পোশাকে পারফরম্যান্স যতটা উজ্জ্বল, সাদা পোশাকে তার চেয়ে বিবর্ণ রুবেল। ৫৭ প্রথম শ্রেণির ম্যাচ চলছে, উইকেট কেবল হলো ৯৩টি। ৫ উইকেট কেবল ৪ বার। ২৬ টেস্টে উইকেট মোটে ৩৩টি। বোলিং গড় ৮০.৬৬, ১০টির বেশি উইকেট নেওয়া বোলারদের মধ্যে টেস্ট ইতিহাসের সবচেয়ে বাজে গড়। বাংলাদেশের উইকেট-কন্ডিশন ও অন্যান্য বাস্তবতা যদিও পেসারদের জন্য ভীষণ প্রতিকূল, তার পরও এই রেকর্ড হতাশার। এই পারফরম্যান্স কি পারবে জাগাতে নতুন কোনো আশা?

উল্লেখ্য, মিরপুরে জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের রুবেল হোসেনের বোলিং তোপে মাত্র ১৫১ রানেই অলআউট হয়ে যায় রাজশাহী বিভাগ। ১৭.৪ ওভারে ৫১ রান দিয়ে ৭ উইকেট নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল।

খারাপ আবহাওয়ার জন্যে প্রথম দুই দিন কোনো বল মাঠে গড়ায়নি। তৃতীয় দিন এসে সোমবার (১১ নভেম্বর) টস হেরে ব্যাটিংয় করতে নেমে শুরুতে রুবেলের বোলিং তোপে পড়ে রাজশাহী বিভাগ।

প্রতিবেদন লেখার সময় জবাবে ব্যাট করতে নেমে খুলনার সংগ্রহ ১৪ ওভার শেষে এক উইকেটে ৩৫ রান

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button