সারাদেশ

দিনাজপুর খানসামায় করোনা প্রতিরোধ কমিটির সভায় সাবান, টুথব্রাশ ও টুথপাউডার বিতরণ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউন থাকায় ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত উদ্যোগে ৫শ জনের মাঝে সাবান, টুথব্রাশ ও টুথপাউটার বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদ হল রুমে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউপি চেয়ারম্যান মো. হাফিজুল হক করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা ও করণীয় সম্পর্কে আলোচনা করেন। পরে তিনি ইউনিয়ন ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক কমিটির সদস্যসহ ৫শ জন সাধারণ মানুষের মাঝে ১টি করে টুথব্রাশ, টুথপাউডার ও সাবান প্রদান করেন।
উপজেলা লকডাউনে করোনা ভাইরাস প্রতিরোধ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিনি এসব সামগ্রী বিতরণ করেন। এ সময় ইউপি সচিব ফরহাদ হোসেন, উপজেলা উদ্যোক্তা ফোরম সভাপতি গোলাম কিবরিয়া রনি, ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর শাহানুর রহমান শাহীন সহ করোনা প্রতিরোধ কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button