রংপুর বিভাগসারাদেশ

করোনা আক্রান্ত এমপি মতিন বিএসএমএমইউতে ভর্তি

উলিপুর প্রতিনিধিঃ করোনাভাইরাসে আক্রান্ত কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সরকার দলীয় সংসদ সদস্য এম এ মতিন চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। শনিবার রাত ৩টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে হাসপাতালের ২১১ নম্বর কেবিনে চিকিৎসাধীন আছেন।

এমপির ছেলে সালমান হাসান ডেভিড মারজান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তিনি মোটামুটি ভালো আছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে থেকে সাংসদ এম এ মতিন জ্বরে ভুগছিলেন। এ অবস্থায় উলিপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয। শুক্রবার নমুনা পরীক্ষার ফলাফলে তার শরীরে কোভিড- ১৯ বা করোনাভাইরাস শনাক্ত হয়। তবে ওই সময় তিনি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক ছিলেন। রিপোর্ট পাওয়ার একদিন পর শনিবার তিনি উন্নত চিকিৎসার জন্য ঢাকা আসেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button