বিজ্ঞান ও প্রযুক্তি

কঠোর হচ্ছে উবার

চলমান করোনাভাইরাস মহামারিতে ব্যবহারকারীদের নিরাপদ রাখতে লিফটের পর এবার নতুন নিয়ম চালু করলো উবার। আগামী ১৮ মে থেকে উবারের সেবা ব্যবহার করতে হলে অবশ্যই চালক, ডেলিভারি পারসন এবং যাত্রীদের ফেস মাস্ক ব্যবহার করতে হবে। খবর এনগ্যাজেট।

এ লক্ষে নতুন সেফটি চেকলিস্ট ফিচার চালু করেচে উবার। চালক ও ডেলিভারি পারসন ফেস কাভার বা মাস্ক ব্যবহার করেছেন কিনা সেটি প্রমাণ করার জন্য তাদেরকে উবার অ্যাপে সেলফি তুলে সাবমিট করতে হবে। আপাতভাবে যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত এবং ইউরোপ ও ল্যাটিন আমেরিকার কিছু অংশে এই নিয়ম মানতেই হবে।

যাত্রীদের জন্যও থাকছে নিজস্ব চেকলিস্ট। তারা কোনো রাইড শুরু করার আগে যাত্রী মাস্ক পরেছেন কিনা এবং হাত ধুয়েছেন কিংবা স্যানাটাইজড করেছেন কিনা সেটি নিশ্চিত করতে হবে। চালক ও যাত্রীর যেকোনো একজন এই নিয়ম না মানলে অন্যজন রাইড বাতিল করতে পারবেন।

যেসব চালক ও যাত্রী একাধিকবার এই নিয়ম মানবেন না তাদের উবার অ্যাক্সেস বন্ধ করে দেয়া হবে। এছাড়া উবার এক্স চালকরা একইসময়ে সর্বোচ্চ তিনজন যাত্রী নিতে পারবেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button