আন্তর্জাতিক

আফগানিস্তানে তিনটি গুরুত্বপূর্ণ শহর দখল করতে তালেবানের তীব্র লড়াই

আফগানিস্তানের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে তিনটি গুরুত্বপূর্ণ শহর সরকারি বাহিনীর কাছ থেকে দখলে নিতে তীব্র লড়াই করছে তালেবান। পশ্চিমের হেরাত শহরে বিদ্রোহীরা তাদের আক্রমণ জোরদার করেছে। আজ শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানা গেছে, তালেবান যোদ্ধারা শহরের ভেতর ঢুকে লস্কর গাহ এবং কান্দাহারেও লড়াই করছে।

গতকাল শুক্রবার আফগান কর্মকর্তারা বলেছিলেন, আমেরিকান বিমান হামলার সহায়তায় তারা তালেবান বিদ্রোহীদের পিছু হঠতে বাধ্য করেছেন। আজ হেরাতে আবার তুমুল লড়াই শুরু হয়েছে।

সরকার সমর্থক ৭০ বছর বয়সী একজন গোষ্ঠী-নেতা ইসমাইল খান বলেছেন, হেরাত রক্ষা করতে তিনি মিলিশিয়াদের সাহায্য নিচ্ছেন। দক্ষিণেও তালেবান তাদের আক্রমণ তীব্র করেছে।

 

স্থানীয় সূত্রগুলোর বরাত দিয়ে বিবিসিকে জানিয়েছে, তালেবান গতকাল গর্ভনরের দপ্তরের কাছাকাছি পৌঁছে গিয়েছিল, কিন্তু তাদের হঠিয়ে দেওয়া হয়েছে।

এদিকে একজন আফগান এমপি বলেছেন, লড়াইয়ে কান্দাহার শহরে ৩০ হাজারের বেশি মানুষ ঘরছাড়া হয়েছে এবং খাদ্য ও পানির চরম সঙ্কট দেখা দিয়েছে। তালেবান কান্দহার দখল করলে আরও পাঁচ থেকে ছয়টি প্রদেশ তাদের নিয়ন্ত্রণে চলে যাবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button