বিনোদন

টাকা নেই, চলচ্চিত্র নির্মাণে আসলেন কেনো? প্রশ্ন ফেরদৌসের

সিনেমা নির্মাণ করতে এসে অরণ্য পলাশ নামে একজন নির্মাতা সর্বস্বান্ত হয়েছেন বলে বিগত ক’দিন ধরে খবর প্রকাশ হচ্ছে দেশের গণমাধ্যমে।খবরে আরও প্রকাশ হচ্ছে ওই পরিচালক এখন দৈনিক ২৫০ টাকা হাজিরায় কাজ করছেন হোটেলবয় হিসেবে। এমন প্রতিবেদন প্রকাশের পর থেকেই আলোচিত হচ্ছে বিষয়টি। পরিচালক যে ছবিটি নির্মাণ করতে গিযে সর্বস্বান্ত হয়েছেন সে ছবির নাম ‘গন্তব্য’।

সঞ্জীবন শিকদারের পথনাটক ‘কই বলল’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হচ্ছে ছবিটি। ইতোমধ্যে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে চলচ্চিত্রটি। এখন অর্থাভাবে চলচ্চিত্রটি মুক্তি দিতে পারছেন না বলেও জানিয়েছেন অরণ্য পলাশ।

ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস। ছবি নির্মাণ করতে গিয়ে পরিচালকের সর্বস্বান্ত হওয়া ও হোটেলবয়ের কাজ করার খবর প্রকাশে অনেরক তিনিও বেশ বিরক্ত।

ফেরদৌস বলেন, ‘পরিচালক কেনো এমন করছেন বলতে পারবো না। আমরা সবাই জানি চলচ্চিত্রের কাজ করতে গেলে তাকে আটঘাট বেধে নামতে হয়। তিনি তা না করে কাজে নামলেন কেন? চলচ্চিত্র তো বড়লোক আর জমিদারদের কাজ। তাহলে কেন তিনি এ কাজে নামলেন? তা ছাড়া তিনি যদি আগেও অনেক কাজ করতেন, তাহলে এমন আবেগময় কথায় মানুষের কাছ থেকে নানান হেল্প পেতেন। আমার মনে হয়, তাঁর জন্য পরিচালক ও কলাকুশলীসহ চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্টরা হেয় হচ্ছেন। আমরা চলচ্চিত্রের মানুষরা তো এমন নই। টাকার অভাবে ক্যান্টিনে কাজ করে খাব, এমন তো নয়। বিষয়টি অতি লজ্জাজনক। আমার কথা হলো—তাঁর টাকা নেই, তাহলে কেন তিনি চলচ্চিত্র নির্মাণে আসলেন? বিষয়টি আসলে আমি কীভাবে বলবো জানিনা’

ছবিটি মুক্তির আগে এটা কোন স্ট্যানবাজি কীনা জানতে চাইলে ফেরদৌস কিছু বলতে পারছেন বলেই জানান। তবে দু’বছর আগে শুটিং শেষ হওয়া গন্তব্য ছবিটিতে বেশ অল্প পারিশ্রমিকেই কাজ করেছেন বলে জানান ফেরদৌস। শুধু ফেরদৌসই নন ছবিটির প্রায় সব আর্টিস্টই নামমাত্র পারিশ্রমিকে কাজ করেছেন। পাশাপাশি ছবির শুটিং শেষ করার পর বিভিন্নভাবে সহায়তা করেছেন বলে জানান এ নায়ক।

ফেরদৌস বলেন, খবরটি শুনে প্রথমে চমকে উঠি আমি। কারণ সেটি আমার অভিনীত ‘গন্তব্য’। পরিচালক যদি চলচ্চিত্রের মার্কেটিংয়ের জন্য এমন কিছু করেন, সেটা হবে তার ভুল। সেখানে সবার ধারণা হবে, আমরা হয়তো তাঁকে এসব শিখিয়ে দিচ্ছি। আসলে তা নয়। মূলত পরিচালক আমার কাছে আসেন দেশের বাইরে ফেস্টিভ্যালে চলচ্চিত্রটি প্রদর্শনের কথা বলে। এই ছবিতে আমি তেমন পারিশ্রমিক নিইনি। শুটিং থেকে শুরু করে নানান ঝামেলা হয়েছিল। শেষে এসে তেমন কিছু আমি আসলে বলতে চাই না। বরং আমরা তাঁকে এই কাজটি শেষ করতে অনেক হেল্প করেছি।এমনকি পরিচালক আমার কাছে বিভিন্ন রকমের সুযোগ-সুবিধা চাইলে আমি তাঁকে চ্যানেল আই ও বিভিন্ন রকমের বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে কথা বলার সুযোগ করে দিয়েছি। এরপর আর কিছু জানি না।’

‘গন্তব্য’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস, আইরিন, জয়ন্ত চট্টোপাধ্যায়, কাজী রাজু, আফফান মিতুলসহ অনেকে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button