আন্তর্জাতিক

ঈদের নামাজের পর মালির প্রেসিডেন্টের ওপর ছুরিহামলা

ঈদুল আজহার নামাজের পরই মালির অন্তবর্তী প্রেসিডেন্ট আসিমি গোইতার ওপর ছুরিহামলার চেষ্টা চালিয়েছে এক দুর্বৃত্ত। আজ মঙ্গলবার দেশটির রাজধানী বামাকোর গ্র্যান্ড মসজিদে ঈদের জামাত শেষে তাকে ছুরিকাঘাতের চেষ্টা করা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

মালির প্রেসিডেন্ট অফিসের পক্ষ থেকে এক টুইটে জানানো হয়েছে, নিরাপত্তাকর্মীরা সঙ্গে সঙ্গে হামলাকারীকে ধরে ফেলেন। বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক ঘটনাস্থলে রক্ত দেখেছেন। যদিও সেটি কার রক্ত তা নিশ্চিত নয়। এ ঘটনায় তদন্ত চলছে।

প্রেসিডেন্ট অফিসের এক কর্মকর্তার বরাতে এএফপ জানিয়েছে, প্রেসিডেন্ট গোইতা সুস্থ এবং নিরাপদ রয়েছেন। তাকে বামাকোর বাইরে কাতি সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

৩৭ বছর বয়সী গোইতা গত মাসেই মালির অন্তবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ২০২০ সালের আগস্টে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকারকে ক্ষমতাচ্যুত করেন কর্নেল গোইতা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button