সারাদেশ

নীলফামারীর কিশোরগঞ্জে চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন

নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন করা হয়েছে। নীলফামারীর সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন এ তথ্য নিশ্চিত করেছেন।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ৩৯ ব্যাচের ওই চিকিৎসক গত ২৫ মার্চ ঢাকায় নিজ বাড়িতে ছুটিতে যান। ছুটি থেকে ফিরে গত ৩ এপ্রিল স্বাস্থ্য কমপ্লেক্স-এ যোগদান করেন তিনি। এরপর জ্বর, সর্দি ও কাশীতে আক্রান্ত হলে গত ৫ এপ্রিল রংপুর মেডিকেল কলেজে নমুনা পাঠানো হয়। সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন জানান, এদিকে এ ঘটনায় ওই স্বাস্থ্য কমপ্লেক্সটি লকডাউন করা হয়েছে। এছাড়া ওই স্বাস্থ্য কমপ্লেক্সের ১৯জন রোগী, সব চিকিৎসক-কর্মচারীকে বাধ্যতামূলক কোয়ারেনিন্টের নির্দেশ দেয়া হয়েছে এবং চিকিৎসকের সংস্পর্শে যারা এসেছেন তাদের সনাক্ত করার কাজ চলছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button