আন্তর্জাতিকখেলা

রেকর্ড গড়তে গিয়ে দ্রুতগতির নারী রেসারের মৃত্যু

নতুন রেকর্ড গড়তে গিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন দ্রুতগতির মার্কিন কার রেসার ও টেলিভিশন ব্যক্তিত্ব জেসি কম্বস।মঙ্গলবার দক্ষিণ-পূর্ব অরেগনে নিজের জেট চালিত গাড়িটি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান ৩৯ বছর বয়সী জেসি কম্বস। এতে তার মৃত্যু ঘটে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, রেসিং ট্র্যাকে গতির রেকর্ড গড়তে গিয়ে তার মৃত্যু হয়েছে।

পরিবারের বিবৃতিতে কম্বসকে সদা হাস্যোজ্জ্বল ও ইতিবাচক মানসিকতার মানুষ হিসেবে উল্লেখ করা হয়েছে। অনেকের জন্য তিনি অনুপ্রেরণা।

কম্বস ছিলেন চার চাকার রেসের মধ্যে সবচেয়ে দ্রুতগামী নারী। নর্থ আমেরিকা ঈগল সুপারসনিক স্পিড চ্যালেঞ্জার টিমের সদস্য ছিলেন তিনি।

২০১৩ সালে ঘণ্টায় ৩৯৮ মাইলের রেকর্ড স্পর্শ করেন কম্বস। ১৯৭৬ সালে নারী রেসার হিসেবে কিটি ওনীল রেকর্ড করেছিলেন ঘণ্টায় ৫১৩ মাইল পাড়ি দিয়ে। সেটিই এখন পর্যন্ত নারী রেসারদের মধ্যে সর্বোচ্চ রেকর্ড। এই রেকর্ড ভাঙতে চেয়েছিলেন কম্বস।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button