অর্থনীতি

৯১ শতাংশ শ্রমিক মার্চের বেতন পেয়েছে: বিজিএমইএ

২৩ লাখ ৭০ হাজার ৯১৭ জন গার্মেন্টস শ্রমিক মার্চ মাসের বেতন-ভাতা পেয়েছেন, যা মোট কারখানার ৯১ দশমিক শূন্য ৭ শতাংশ।
শনিবার বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এই তথ্য জানিয়েছে।
বিজিএমইএর দেওয়া তথ্য অনুসারে, বর্তমানে বিজিএমইএর সদস্যভুক্ত কারখানায় কর্মরত ২৪ লাখ ৭২ হাজার ৪১৭ জনের মধ্যে এ পর্যন্ত মার্চ মাসের বেতন পেয়েছেন ২৩ লাখ ৭০ হাজার ৯১৭ জন শ্রমিক। এই হিসেবে এখনো মার্চ মাসের বেতন পাননি এক লাখ ১ হাজার ৫০০ গার্মেন্টস শ্রমিক।
সংগঠনটি জানায়, বিজিএমইএর সদস্য দুই হাজার ২৭৪ প্রতিষ্ঠানের মধ্যে ২ হাজার ৭১টি প্রতিষ্ঠান শ্রমিকদের বেতন পরিশোধ করেছে যা মোট কারখানার ৯১ দশমিক ০৭ শতাংশ। এছাড়া আর বাকিদের বেতন পরিশোধ প্রক্রিয়াধীন।
শ্রমিকদের বেতন প্রসঙ্গে বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক বলেন, “বেশিরভাগ বড়  প্রতিষ্ঠানগুলো মার্চের বেতন পরিশোধ করেছে। যারা বেতন দেননি তাদের অধিকাংশ ছোট ছোট প্রতিষ্ঠান।”
রুবানা হক বলেন, “আমরা তাদের সঙ্গে আলোচনা করছি। আর্থিক সমস্যা, ব্যাংকিং জটিলতা ও চলমান পরিস্থিতিতে যাতায়াতের কারণে বেতন পরিশোধ করতে কিছুটা সমস্যা হচ্ছে।”
তবে আগামী ২০ থেকে ২২ এপ্রিলের মধ্যে শতভাগ শ্রমিক মার্চে বেতন পাবেন বলেন তিনি আশ্বাস দেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button