রংপুর বিভাগসারাদেশ

নীলফামারীর ডিমলায় খাদ্যগুদাম কর্মকর্তার বিরুদ্ধে মামলা

নীলফামারী (ডিমলা) প্রতিনিধি : নীলফামারীর ডিমলা উপজেলার সরকারি খাদ্য গুদাম থেকে চাল পাচারের ঘটনায় পলাতক খাদ্যগুদাম কর্মকর্তা হিমাংশু কুমার রায়ের বিরুদ্ধে মামলা হয়েছে। তার বিরুদ্ধে চাল আত্মসাতে একটি মামলা ও গুদামের চাবি সহ পলাতক থাকায় আরেকটি সাধারন ডায়রী করা হয়। ৯ জুন-২০ দুপুরে বিষয়টি নিশ্চিত করে জেলা খাদ্য কর্মকর্তা সাইফুদ্দিন অভি জানান যে, গুদামে চাল কম পাওয়ার কারনে সিলগালা করা হয়। অফিস সূত্রে জানা যায় ২০১৯ সালের ১৪ জুন হিমাংশু কুমার রায় ডিমলা উপজেলার ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা হিসাবে যোগদান করে। তিনি যোগদানের পরপরেই বেশ কিছু অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েন। এমন অভিযোগে তার বিরুদ্ধে জেলা খাদ্য বিভাগ একটি তদন্ত টিম গঠন করে। উক্ত তদন্ত টিম সম্প্রতি তদন্ত শুরু করলে গুদামে ১৮৯ মেঃটন ২৭০ কেজি চাল কম থাকায় গতকাল সোমবার সকালে আরসিফুড, ডিসি ফুড ও তদন্তটিম পুনরায় ডিমলা সরকারি খাদ্যগুদামে গেলে উক্ত খাদ্যগুদাম কর্মকর্তা পাওয়া না যাওয়ায় জেলা খাদ্য কর্মকর্তা জানান তার বিরুদ্ধে ডিমলা থানায় একটি মামলা দায়ের করা হয়, মামলা নং-০৮, তাং: ৯-জুন-২০২০। পাশাপাশি তাকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করে আজ সকালে অত্র অফিসের কর্মরত খগেন্দ্র নাথ, উপ-খাদ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) কে দায়িত্ব দেন। অফিস সূত্রে জানা যায় পলাতক হিমাংশু কুমার রায় জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বরাবরে একটি লিখিত আবেদনে বলেন- আমাকে কিছুদিন সময় দিলে আমি অপুরণকৃত চাল পূরণ করে দিব। এলএসডি গোডাউন সিলগালা হওয়ার কারনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বোরো ধান নোটারী বিজয়ী কৃষকরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button