সারাদেশ

যশোরের কেশবপুরে মঙ্গলকোট বাজারে চাউল ও মুদি দোকানে যৌথ অভিযান

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর জেলার কেশবপুরের মঙ্গলকোট বাজারে চাউল ও মুদি দোকানে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান ও সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানার যৌথ অভিযান পরিচালনা করে নির্বাহী মাজিস্ট্রেটের ক্ষমতাবলে ২২ মার্চ (রবিবার) দুপুরে ৫ চাউল ও মুদি দোকানীকে সর্বমোট ১১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, করোনা ভাইরাসকে কেন্দ্র করে দ্রব্যমূল্যের দাম বেশি রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯, ৪৩, ৪৫ ও ৫৩ ধারা অনুযায়ী চাউল ব্যবসায়ী আবু সাঈদকে ৩ হাজার, শান্ত পালকে ১ হাজার, আবু বক্করকে ২ হাজার, মুদি দোকানদার আশুতোষ হালদারকে ৩ হাজার, সঞ্জিৎকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button