সারাদেশ

যশোরের কেশবপুরে সন্ত্রাসী কায়দায় পেটালো এক গৃহবধূকে

কেশবপুর যশোর: কেশবপুর উপজেলার শ্রীরামপুর দাসপাড়ায় গ্রামে, সরকারের দেওয়া ডিপটিউবওয়েলে পানি আনাকে কেন্দ্র করে ঘটনা টি ঘটে। নেমাই দাসের নেতৃত্বে সন্ত্রাসী কায়দায় হামলা, কার্তিক দাসের স্ত্রী ষষ্ঠী রানী দাস(৩৫),মেয়ে রাজ রানী দাস(১৬),কে মারপিট করে গুরুতর আহত করে ।

রবিবার বিকেল পাঁচটায়, হামলায় নেতৃত্ব দানকারী নিমাই দাস, এর বাড়ির পাশে পানি আনতে গেলে, পূর্ব শত্রুতার জের ধরে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে প্রতিবাদ করলে,  দাসপাড়ার নরেন দাসের পুত্র নিমাই দাশ, রবিন, নরেন,রুপালী, একত্রিত হয়ে ষষ্ঠী রানির উপর চড়াও হয়ে, বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে, তার মাথায় আঘাত করে। কার্তিকের স্কুল পড়ুয়া মেয়ে রাজরানী, ঠেকাতে গেলে তাকেও মারপিট করে। গুরুতর আহত অবস্থায়, এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে। কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button