আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

নিউজিল্যান্ড উপকূলে আঘাত হেনেছে ৭ দশমিক ৩ মাত্রার প্রচণ্ড শক্তিশালী ভূমিকম্প। এর জেরে সেখানে জরুরি সুনামি সতর্কতা জারি করেছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র (পিটিডব্লিউসি)।

জানা যায়, স্থানীয় সময় শুক্রবার ভোররাত আড়াইটার দিকে আঘাত হানা ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নর্থ আইল্যান্ডের জিসবর্ন শহর থেকে ১৪৮ মাইল দূরে এবং সাগরের ৬ দশমিক ২ মাইল গভীরে।

নিউজিল্যান্ডের জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা প্রাথমিকভাবে ভূকম্পনের মাত্রা ৭ দশমিক ৩ জানিয়েছে। এর প্রভাবে সুনামি দেখা দিতে পারে আশঙ্কায় দ্রুততম সময়ে আশপাশের এলাকার লোকদের নিকটবর্তী উঁচু ও নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।

সংস্থাটি সমুদ্র এবং স্থলভাগ উভয় এলাকাতেই সুনামি সতর্কতা জারি করেছে এবং নর্থ আইল্যান্ডের পূর্ব উপকূল থেকে কেপ রানঅ্যাওয়ের টোলাগা সৈকত পর্যন্ত জলোচ্ছ্বাসে তলিয়ে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে।

পিটিডব্লিউসির তথ্যমতে, সুনামির প্রভাব ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ১৮০ মাইল (৩০০ কিলোমিটার) পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে।

তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি।

২০১১ সালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ৬ দশমিক ৩ মাত্রার এক ভূমিকম্পে অন্তত ১৮৫ জন প্রাণ হারিয়েছিলেন। এসময় বিধ্বস্ত হয়েছিল শহরটির বিশাল এলাকা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button