আন্তর্জাতিক

ভারতে মুসলমানরা কারও দয়ায় বসবাস করে না

ভারতে মুসলমানরা কংগ্রেস কিংবা কারও দয়ায় বসবাস করেন না। তারা তাদের সাংবিধানিক অধিকার বলে এখানে বসবাস করছেন। ৭০ বছর ধরে আমরা ভারতে কারও দয়ায় বসবাস করছি না। সাংবিধানিক অধিকারের বলেই আছি। ভারত কখনো হিন্দু রাষ্ট্র ছিলনা, আর হবেও না। ইনশাল্লাহ।

মহারাষ্ট্র রাজ্যের নির্বাচনে দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচার চালাতে গিয়ে অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলেমিনের (এআইএমআইএম) প্রধান আসাদুদ্দিন ওয়াইসি এসব কথা বলেন।

কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও এক হাত নেন এ মুসলিম দলের নেতা। তিনি বলেন, জাহাজের একজন ক্যাপ্টেন সবসময় ডুবন্ত জাহাজ থেকে সবাইকে নিরাপদে নামিয়ে দেয়ার পর নিজের চিন্তা করেন।

কিন্তু রাহুল এমন এক ক্যাপ্টেন, যিনি ডুবন্ত জাহাজ থেকে সবার আগে লাফ দিয়ে নেমে গেছেন।

বিজেপি সরকার এখন মুসলমানদের ধর্মীয় অনুভূতি নিয়েও খবরদারি করছে অভিযোগ করে আসাদুদ্দিন ওয়াইসি বলেন, তিন তালাকের মতো ইসলামী বিধানকে নিয়ে রীতিমতো নিজেদের মনগড়া আইন চাপিয়ে দেয়া হচ্ছে।

হায়দ্রাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবতের সেই মন্তব্যকে ট্যুইট করেন, যেখানে মোহন ভাগবত বলেছিলেন ‘ভারত হিন্দু রাষ্ট্র।” ওয়াইসি বলেন, ‘ভাগবত ভারতকে হিন্দু নাম দিয়ে আমাদের ইতিহাস মুছে ফেলতে পারবেনা। উনি এই কথা জোর গলায় বলতে পারবেনা যেন, আমাদের সংস্কৃতি, আস্থা, পথ এবং ব্যাক্তিগত পরিচয় সব হিন্দু ধর্মের সাথে জড়িত। ভারত কখনো হিন্দু রাষ্ট্র ছিলনা, আর হবেও না। ‘ইনশাল্লাহ।”

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button