রাজশাহী বিভাগসারাদেশ

বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে

স্টাফ রিপোর্টারঃ পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়িয়েছে। মুজিববর্ষ ও স্বাধীনতার রজত জয়ন্তী বর্ষে পৃথিবীর ৭৮টি দেশে বাংলাদেশ মিশনের মাধ্যমে বিদেশীদের মাঝে দেশের সাফল্য তুলে ধরা হচ্ছে। তিনি আরও বলেন দারিদ্র বিমোচনে টেকসই উন্নয়ন (এসডিজি) অর্জনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ সঠিক ভাবে এগিয়ে যাচ্ছে। টিএমএসএস মাটি ও মানুষের কাছাকাছি থেকে দারিদ্র বিমোচনে কাজ করছে,এতে করে সার্বিক ভাবে দেশের এসডিজি অর্জনে সহায়তা করছে। গতকাল শনিবার বগুড়ার নওদাপাড়ায় হোটেল মম ইন এর কনভেনশন হলে সকল স্বাস্থ্যবিধি মেনে দারিদ্র বিমোচনে টেকসই উন্নয়ন (এসডিজি) বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আরও বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (ইষ্ট) মাশফি বিনতে সামস্, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহা-পরিচালক (লিগ্যাল এ্যাফেয়ার্স) মোঃ মাসুদুর রহমান, মহা-পরিচালক (ওয়েষ্ট ইউরোপ এন্ড ইইউ) আন্দালিব ইলিয়াছ,টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক ডাঃ মোঃ মতিউর রহমান। অনুষ্ঠানে বক্তাগণ বিদেশে বসবাসকারী বাংলাদেশীগণের উপযুক্ত ছেলে মেয়েদেরকে মান সম্পূর্ণ শিক্ষা গ্রহণের জন্য টিএমএসএস মেডিকেল কলেজে এমবিবিএস কোর্স করানোর আহ্বান জানান। মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে টিএমএসএস এর কার্যক্রম তুলে ধরেন সংস্থার উপদেষ্টা আবু আসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিএমএসএস কর্মকর্তা ফারহানা শওকত। উল্লেখ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চ ক্ষমতা সম্পূর্ণ টিম এসডিজি বাস্তবায়নে টিএমএসএস এর অর্জন সম্পর্কিত উক্ত আলোচনা সভায় অংশ গ্রহণ করেন। উপস্থিত ছিলেন পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর,টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষসহ টিএমএসএস পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,বিভিন্ন ডমিন প্রধান,বিভাগীয় প্রধান,পরামর্শক,উপদেষ্টাসহ সংস্থার উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button