সারাদেশ

কুড়িগ্রামে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে কঠোর অবস্থানে নেমেছে সেনাবাহিনী

কুড়িগ্রাম প্রতিনিধি : করোনা ভাইরাস বিস্তার রোধে কুড়িগ্রামে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে কঠোর অবস্থানে নেমেছে সেনাবাহিনী। জেলা শহরসহ উপজেলা শহর ও গ্রামাঞ্চলের হাট বাজারে অভিযান পরিচালনা করে শতভাগ দোকানপাট বন্ধ করা সহ সামাজিক দুরত্ব বজায় রাখতে প্রচার- প্রচারণা অব্যাহত রেখেছেন। কঠোর অবস্থান নিয়েছেন যান-বাহন চলাচলের ক্ষেত্রেও। এসময় নিজেদের সুরক্ষিত রাখতে খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেড়ানোর পরামর্শ দেয়া হচ্ছে।
এদিকে স্থানীয় প্রশাসনের সহযোগীতায় বৃহস্পতিবার থেকে সেনাবাহিনীর কঠোর অবস্থানের ফলে ঔষধের দোকান ও কাচাবাজা ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সন্ধা ৭টার পর বন্ধ করে দেয়া হচ্ছে কাচাবাজার। কমে গেছে শহর ও গ্রামাঞ্চলের রাস্তা-ঘাটে মানুষের যাতায়াতও।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button