সারাদেশ

করোনায় নতুন চরিত্রে নাটোর জেলা পুলিশ

কখনো কি কেউ দেখেছেন পুলিশ রাতের আধারে গিয়ে অসহায় মানুষের বাড়িতে খাবার পৌঁছে দিয়েছে, কখনো কি দেখেছেন রাস্তার ভিক্ষুক কে চাউল কিনে ভ্যান ভাড়া করে দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। কখনো দেখেছেন কি পথচারীদের মাঝে পুলিশের উদ্যোগে খাবার বিতরণ করতে, দেখেছেন কি ঠোটে বাসির বদলে মাইক হাতে নিয়ে শুরে শুরে সড়ক-মহাসড়কে পাড়ায় পাড়ায় সচেতন মূলক গান গাইতে পুলিশ কে। যাদের গায়ে ছিলো ইউনিফর্ম হাতে ছিল অস্ত্র আর লাঠি, তার সাথে যুক্ত হয়েছে পিপিই মুখে মাক্স হাতে হ্যান্ড গ্লাভস তাদের নিরাপত্তার জন্য নয় , যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যারা মারা গেছে সেই সব  প্রিয়জনের জানাযায় অংশগ্রহণ করার জন্য। তাদের জানাজা পড়িয়েছে পুলিশ,এরই জন্য নতুন রূপে পরিচয় মিলেছে পুলিশ বাহিনীর। এতদিন দেখেছেন যানবাহন নিয়ন্ত্রণ করছে পুলিশ কিন্তু এখন করোনাভাইরাসে সামাজিক দূরত্ব তৈরির জন্য মানুষকে ঘরে থাকার জন্য সচেতন মূলক গান লিখে সেই গান গেয়ে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে পুলিশ।
 আগের পুলিশের আইন প্রয়োগ করতে অতিমাত্রায় কঠোর অবস্থান গ্রহণ করতে হতো। আর এখন তারা ভাবছে, কতটা মানবিক হয়ে আইন প্রয়োগ করা যায়। কাজও হবে আবার মানুষ ক্ষুব্ধ হবে না, পুলিশ বাহিনীর এখন ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে করোনাভাইরাস থেকে বাঁচার জন্য মানুষকে ঘরে রাখতে বা লকডাউন কার্যকর করতে।
পুলিশকে আরও কী করতে হবে , তেমনি পুলিশের কাজ জঙ্গি সন্ত্রাস চাঁদাবাজি মোকাবিলায় মানুষের পাশে এসে দাঁড়িয়ে সহায়তা করা, কিন্তু করোনা এনে দিয়েছে পুলিশের এক ভিন্ন চরিত্রের বাস্তবতা। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস বলেন আইন প্রয়োগের পাশাপাশি করোনা ভাইরাসের কারণে দুর্যোগের মহাসাগরে হাবুডুবু খাচ্ছে মানবজাতি এই সময় এটাকে সেবা ও আস্থা অর্জনের কাজও বলা যেতে পারে।
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলছেন, করোনা মোকাবিলায় নাটোর জেলা পুলিশ সার্বক্ষণিক প্রস্তুত আছে। যেমন সংক্রমণ ছড়ানো ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিত করা, লকডাউন এলাকায় মানুষের যাতায়াত নিয়ন্ত্রণ করা।তিনি আরো বলেন ‘আমরা চেষ্টা করছি, কতটা মানুষের পাশে থাকা যায়। এখন সেটাই পুলিশের জন্য খুব জরুরি কাজ হয়ে দাঁড়িয়েছে। নাটোর জেলা পুলিশ প্রতিদিন অনেক মানুষের বাড়িতে বাড়িতে ত্রাণ সামগ্রী এবং খাবার পৌঁছে দিচ্ছে, এসব কাজকে ভালো চোখে দেখছে সাধারণ মানুষ। জাহিদ হাসান।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button