রংপুর বিভাগসারাদেশ

কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গায় ধরলার তীব্র ভাঙ্গনে ৪৭ টি পরিবারের সর্বস্ব বিলীণ

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গায় খরস্রোতা ধরলা নদীর করালগ্রাসে ৪৭ টি পরিবার তাদের ভিটামাটীসহ সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের  চরবড়ইবাড়িতে ৩৪ টি  আগমনের চলে ১৩ টি পরিবারের ঘরবাড়ি বিলীন হয়ে গেছে।
বিলীন হয়ে যাওয়া এসব পরিবার জীবনের সমস্ত আয়-রোজগার দিয়ে এক চিল্তেমাটি ও মাথা গোজার জন্য ঠাই তৈরি করলেও ধরলার ভাঙ্গনে এখন সর্বশান্ত।
ভোগডাঙ্গা ইউ,পি চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা উপজেলা প্রশাসনের কাছে প্রেরণ করা হয়েছে।,  তিনি আরও জানান, ‘ভোগডাঙ্গার এসব চর ধরলা নদীর ভাঙ্গন থেকে রক্ষায়  ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ড কাজ শুরু করেছে। এলাকা রক্ষায় সব ধরণের ব্যবস্থা নিয়েছে সরকার । এছাড়াও  ক্ষতিগ্রস্থ মানুষ যাতে সরকারী সহযোগীতা পান তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button