রংপুর বিভাগসারাদেশ

কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতে ব্রহ্মপূত্র নদে নিখোঁজ মাঝির মরদেহ চিলমারীতে উদ্ধার

উলিপুর (কুড়িগ্রাম):  কুড়িগ্রামের চিলমারীর রমনা ইউনিয়নের জোড়গাছ পুরাতন বাজার মাঝিপাড়া এলাকায় ব্রহ্মপূত্র নদ থেকে মাঝি মফিজুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৭ জুন) সকালে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাঝি কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের শিবেরপাতি চরের আবুবক্করের ছেলে।
শুক্রবার (৫জুন) বিকেলে রৌমারী নৌঘাট থেকে শ্যালো ইঞ্জিন চালিত নৌকায় সদর উপজেলার যাত্রাপুর ঘাটে আসার পথে উলিপুরের পালেরঘাটে আসলে হঠাৎ বজ্রপাতে পানিতে পড়ে যায় নৌকার মাঝি মফিজুল। অনেক খোঁজাখুজির পরও তাকে পাওয়া যায়নি।
রমনা মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজগার আলী জানান, রোববার সকালে স্থানীয়রা মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। যাত্রাপুর থেকে নিখোঁজ হওয়া মাঝির মরদেহ বলে পরিবার নিশ্চিত করেছেন।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, শুক্রবার নিখোঁজ হওয়া মাঝির মরদেহ বলে তার স্বজনরা জানিয়েছে। পরিবারের লোকজন আসলে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button